কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বাদী হয়ে বর্তমান সাধারণ সম্পাদকসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও ১০-১২ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে মসজিদ কমিটির সদস্য মো. হাছানগীর হোছাইন বাদী হয়ে সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ তিনজনের নাম উল্লেখ করে আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে পাল্টা একটি মামলা করেন।
জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে মাইক নিয়ে মসজিদ কমিটির নাম ঘোষণা করতে গেলে তাতে বাধা দেয় আগের কমিটির সাধারণ সম্পাদক আলমগীর। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হয় দুপক্ষের অন্তত আটজন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন