ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার গনি জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেছে। এ সময় উপজেলা প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিবন্ধন ও অনুমোদনের কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ জন্য হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বলেন, গনি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদনের কাগজ দেখাতে পারেনি। তাই ওই হাসপাতালকে সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে যেসব হাসপাতালের অনুমোদন নেই, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন