রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মুসল্লিদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। এ নিয়ে প্রথম পর্বে মোট ছয় মুসল্লির মৃত্যু হলো।
তিন মুসল্লিরা হলেন জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মো. মতিউর রহমান (৫৫), নেত্রকোনার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০) ও ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো. সাহালম (৬০)।
হাবিবুল্লাহ রায়হান জানান, মতিউর রহমান শ্বাসকষ্টজনিত রোগে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে এখলাস ও সাহালম মারা যান। এর আগে গতকাল সন্ধ্যায় নেত্রকোনার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০) মারা যান।
মন্তব্য করুন