নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ছুটে আসা একটি মর্টারশেলের আঘাতে গৃহবধূসহ দুই জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক ছিলেন। এ সময় আরও এক শিশু আহত হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তুমব্রু সীমান্তের জলপাইতলী এলাকায় মর্টারশেলের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আসমা খাতুন (৫৫) স্থানীয় বাসিন্দা বাদশা মিয়ার সহধর্মিণী। তবে স্থানীয়রা নিহত অপরজনকে রোহিঙ্গা হিসেবে দাবি করলেও এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-১৫ উপ অধিনায়ক (মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘুমধুম ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভূট্টো কালবেলাকে বলেন, ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মিয়ানমারের একটি মর্টালশেল জলপাইতলী এলাকায় পড়ে। এ সময় একজন মহিলা ও একজন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
মন্তব্য করুন