সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অনুমোদনের আগেই ‘যেনতেন’ প্রকল্প বাস্তবায়ন, নেপথ্যে চেয়ারম্যান!

অভিযুক্ত পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ছবি : কালবেলা
অভিযুক্ত পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গরুর হাট উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগেই কাজ শেষের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, হাটের পরিত্যক্ত টয়লেট ভেঙে তার ইট দিয়ে ‘যেনতেন’ভাবে দুটি প্রকল্প শেষ করা হয়।

কাগজে-কলমে থাকা প্রকল্পের সভাপতি এসব বিষয়ে কিছু জানেন না। পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর একক আধিপত্যে এ দুরবস্থার সৃষ্টি, এমনটাই অভিযোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, পারুলিয়া গরু হাট উন্নয়ন প্রকল্পে হাটের মোনাজাতের বাড়ি হতে দক্ষিণগামী মাদুর হাটা অভিমুখী পাকা ড্রেন, হাটের সাইকেল গ্যারেজ হতে মসজিদ অভিমুখী পাকা ড্রেন নির্মাণ, বিভিন্ন রাস্তার সিসি ঢালাই, তরকারি ও পান চাঁদনী উন্নয়নে অর্থ বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে ইউনিয়ন পরিষদ। তবে এসব প্রকল্পের মধ্যে দুটি চাঁদনী ও ড্রেন নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়েই হাটের চাঁদনী ও ড্রেন নির্মাণ করা হয়েছে। প্রকল্পের অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

পারুলিয়া নতুন গরু হাট এলাকার বাসিন্দা মো. মশিয়ার রহমান জানান, হাটের মধ্যে মসজিদের পাশে পুরাতন টয়লেট ছিল, সেটি ভেঙে ইটগুলো চাঁদনীর কাজে ব্যবহার করা হয়েছে। যেগুলো অতিরিক্ত হয়েছে তা ট্রলিতে করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখানে নতুন ইট দিয়ে সংস্কার করার কথা।

এদিকে সরজমিনে গিয়ে দেখা যায়, ২ লাখ টাকা বরাদ্দের চারটি কাজ ইতিমধ্যে ‘যেনতেন’ভাবে শেষ হয়েছে। এর মধ্যে হাটের মসজিদের পাশে কিছু বালু ভরাট এবং একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া একইভাবে চাঁদনী নির্মাণ করা হয়েছে। যার একটিতে ইতোমধ্যে বালু উঠে ফাটল ধরেছে। আর পুরাতন চাঁদনীর থেকে নিচু করে নির্মাণ করা হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে করা আবেদনে দেখা যায়, ইউপি সদস্য হাসিনা খাতুন হাটের চাঁদনী উন্নয়ন প্রকল্পের একটির সভাপতি। তিনি বলেন, আমি প্রকল্পের সভাপতি এটা আমার জানা নেই, আর কাজ হয়েছে কিনা? কীভাবে হয়েছে এটি জানার তো প্রশ্নই আসে না।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, উপজেলা সমন্বয় মিটিংয়ে এ সকল প্রকল্পের অনুমোদন হয়েছে। ইতিমধ্যে বালুভরাট, ড্রেন এবং চাঁদনী নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে।

টয়লেটের ইট দিয়ে কাজ করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য দিয়েছে। টয়লেটটি পরিত্যক্ত, সেটি ভেঙে ইটগুলো ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, পারুলিয়া গরুর হাটে কোনো প্রকল্পের কাজ হয়েছে এমন তথ্য আমার কাছে নেই। তবে এসব বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজ দাড়ি কামানোর সাথে বেশি বয়সে চোখের সমস্যার কি কোনো সম্পর্ক আছে?

হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

স্বপদে ফিরে বিদায় নিলেন ইমাম, মুসল্লিরা বলছেন ‘ইসলামের সৌন্দর্য’

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির

ভূমিকম্পের সতর্কবার্তা এখন আপনার স্মার্টফোনেই

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

নামের ভুলে কারাবন্দি, অতঃপর...

১০

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন

১১

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

১২

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

১৩

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

১৪

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

১৬

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

১৭

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৮

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

১৯

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

২০
X