সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অনুমোদনের আগেই ‘যেনতেন’ প্রকল্প বাস্তবায়ন, নেপথ্যে চেয়ারম্যান!

অভিযুক্ত পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ছবি : কালবেলা
অভিযুক্ত পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গরুর হাট উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগেই কাজ শেষের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, হাটের পরিত্যক্ত টয়লেট ভেঙে তার ইট দিয়ে ‘যেনতেন’ভাবে দুটি প্রকল্প শেষ করা হয়।

কাগজে-কলমে থাকা প্রকল্পের সভাপতি এসব বিষয়ে কিছু জানেন না। পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর একক আধিপত্যে এ দুরবস্থার সৃষ্টি, এমনটাই অভিযোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, পারুলিয়া গরু হাট উন্নয়ন প্রকল্পে হাটের মোনাজাতের বাড়ি হতে দক্ষিণগামী মাদুর হাটা অভিমুখী পাকা ড্রেন, হাটের সাইকেল গ্যারেজ হতে মসজিদ অভিমুখী পাকা ড্রেন নির্মাণ, বিভিন্ন রাস্তার সিসি ঢালাই, তরকারি ও পান চাঁদনী উন্নয়নে অর্থ বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে ইউনিয়ন পরিষদ। তবে এসব প্রকল্পের মধ্যে দুটি চাঁদনী ও ড্রেন নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়েই হাটের চাঁদনী ও ড্রেন নির্মাণ করা হয়েছে। প্রকল্পের অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

পারুলিয়া নতুন গরু হাট এলাকার বাসিন্দা মো. মশিয়ার রহমান জানান, হাটের মধ্যে মসজিদের পাশে পুরাতন টয়লেট ছিল, সেটি ভেঙে ইটগুলো চাঁদনীর কাজে ব্যবহার করা হয়েছে। যেগুলো অতিরিক্ত হয়েছে তা ট্রলিতে করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখানে নতুন ইট দিয়ে সংস্কার করার কথা।

এদিকে সরজমিনে গিয়ে দেখা যায়, ২ লাখ টাকা বরাদ্দের চারটি কাজ ইতিমধ্যে ‘যেনতেন’ভাবে শেষ হয়েছে। এর মধ্যে হাটের মসজিদের পাশে কিছু বালু ভরাট এবং একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া একইভাবে চাঁদনী নির্মাণ করা হয়েছে। যার একটিতে ইতোমধ্যে বালু উঠে ফাটল ধরেছে। আর পুরাতন চাঁদনীর থেকে নিচু করে নির্মাণ করা হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে করা আবেদনে দেখা যায়, ইউপি সদস্য হাসিনা খাতুন হাটের চাঁদনী উন্নয়ন প্রকল্পের একটির সভাপতি। তিনি বলেন, আমি প্রকল্পের সভাপতি এটা আমার জানা নেই, আর কাজ হয়েছে কিনা? কীভাবে হয়েছে এটি জানার তো প্রশ্নই আসে না।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, উপজেলা সমন্বয় মিটিংয়ে এ সকল প্রকল্পের অনুমোদন হয়েছে। ইতিমধ্যে বালুভরাট, ড্রেন এবং চাঁদনী নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে।

টয়লেটের ইট দিয়ে কাজ করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য দিয়েছে। টয়লেটটি পরিত্যক্ত, সেটি ভেঙে ইটগুলো ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, পারুলিয়া গরুর হাটে কোনো প্রকল্পের কাজ হয়েছে এমন তথ্য আমার কাছে নেই। তবে এসব বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশে ফানুসের জ্যোৎস্না, হৃদয়ে প্রবারণা পূর্ণিমার আলো

ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি হেফাজতের

আলী পেপার মিলসের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভাড়াটে লোক দিয়ে নিজ দোকানেই ডাকাতি

ডলার থেকে চায়ের কাপ—চাকসু নির্বচানের প্রচারণায় সৃজনশীলতার প্রতিযোগিতা

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে দেশে পাঠাল ইসরায়েল

বিসিবি নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ইশরাক, দিলেন কঠোর হুঁশিয়ারি

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন : সারজিস

২ লাখ টাকা ছাড়াল স্বর্ণের দাম

সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল কারাগারে 

১০

প্রকৃতির গহিনে হারিয়ে যাওয়া আমাদের কয়েকটা দিন

১১

আ.লীগ নেতা চন্দনের পাসপোর্ট জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২

বিসিবির সহসভাপতি পদে নির্বাচিত হলেন যারা

১৩

ভয়ঙ্কর রূপে তিস্তা, ১৫ হাজার পরিবার পানিবন্দি

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

১৫

পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিল ইরান

১৬

দুশ্চিন্তা ঘুচিয়ে সোহেল-লামিয়ার ঘরে এলো পাঁচ সন্তান

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল

১৮

মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ, আদালতে দীপু মনির প্রশ্ন 

১৯

জনমুক্তির ধারাবাহিক আলোচনা / ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত

২০
X