সিলেটে চার শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করেন তারা। দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে অবরোধ অব্যাহত রেখেছেন শ্রমিকরা।
শ্রমিক নেতারা জানান, সিলেটের গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা থেকে পৃথকভাবে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উপকমিটির চার নেতাকে র্যাব ধরে নিয়ে যায়। কী কারণে, কোথায় ধরে নিয়ে গেছে তা কেউই বলতে পারছেন না।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সহসভাপতি জুমেল আহমদ বলেন, মঙ্গলবার দক্ষিণ সুরমার আঞ্চলিক কমিটির অফিসে বিকেলে নেতারা বসে ছিলাম। এরমধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দুই গাড়ি ফোর্স এসে শ্রমিক ইউনিয়নের কাগজপত্র দেখতে চান। এ সময় প্রধান কার্যালয় থেকে কাগজপত্র এনে দেওয়ার সময় চাওয়া হয়। কিন্তু সেই সময় না দিয়ে আমাদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও ১নং সদস্যকে ধরে নিয়ে যায়।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে র্যাব। কী কারণে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমরা কেউই বলতে পারছি না। আমাদের কিছু বলা হয়নি। এ চারজনকে না ছাড়া পর্যন্ত অবরোধ চলবে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন