পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) জন্য দুটি অত্যাধুনিক শিপ আনলোডার ক্রেন নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি জি সান নামের একটি মাদার ভ্যাসেল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চায়নার ইউংডাও বন্দর থেকে মাদার ভ্যাসেলটি বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়। বর্তমানে ১ হাজার ৬২৮ দশমিক ৫৬ টনের এই আনডোলার দুটি বিদ্যুৎকেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে।
পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ বলেন, ইতোমধ্যে এ বিদ্যুৎকেন্দ্রের ৮৫ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কয়লা আমদানি করে আগামী জুনে এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন