কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় পৌর আ.লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে রেজভী কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় রেজভী কবির চৌধুরী বিন্দু ও ঝিনুক মিয়াকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন