ফাল্গুনের শুরুতেই উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকেই সিরাজগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কখনো জোরালো, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
আবহাওয়ার এই গুমোট ভাবের কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়ে পড়েছে। নিম্নআয়ের মানুষ তাদের কর্মস্থলে যেতে পারছে না।
তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, পশ্চিমা লঘুচাপের কারণে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। মাঝেমধ্যে জোরালো বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। আজ সকালে আমরা ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। শুক্রবার পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে।
মন্তব্য করুন