রাজশাহীতে আজ বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। সকাল পৌনে ৭টা থেকে পৌনে ৯টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি মৌসুমে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে বসন্তের প্রথম দিন (১৪ ফেব্রুয়ারি) রাতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তবে আজ আপাতত আর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকবে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি একেবারে থেমে যায় ৮টা ৪৫ মিনিটে। এ সময়ে কখনো বেশি বৃষ্টি হয়েছে, কখনো থেমে গেছে, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, যে বৃষ্টি হয়েছে তাতে ফসলের খুব একটা ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। ধান ও আমের এই বৃষ্টিতে উপকারই হয়েছে।
মন্তব্য করুন