ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পরেই আসমা বেগম নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ওই নারীর মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা।
মৃত আসমা বেগম (৫০) কিশোরগঞ্জের করিমগঞ্জের বাসিন্দা। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১০ দিনে তিনজনের মৃত্যু হলো।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন জানান, পুরান ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা বেগম সোমবার (১০ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে মমেক হাসপাতালে ভর্তি হন। এক ঘণ্টা পর বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এর আগে, গত ২ জুলাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিলকিস আক্তার (৩০) ও ৮ জুলাই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আবদুর রাজ্জাক (৫০) নামে আরও দুই রোগীর মৃত্যু হয়।
মন্তব্য করুন