কারাগার থেকে ১০ দিন পর মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুরের নড়িয়া উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। সাগরকে গুম ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
এ সময় তাকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।
গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিটিটিসি কাউন্টার টেরোরিজম মোহাম্মদপুর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদপুর থানার একটি গুম ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়।
পরে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার জামিন পান তিনি। কারামুক্ত হয়ে যুবদল নেতা মতিউর রহমান সাগর বলেন, আমি বরাবর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। গায়েবি মামলায় আমাকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে। আমার গ্রেপ্তার ও নিখোঁজের সংবাদে দলের পক্ষে নিন্দা জানানো হয়। এ ছাড়া রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে আমার মুক্তি চাওয়ায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাই।
মন্তব্য করুন