বিএনপি-জামায়াতের অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে গণসমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ৫টায় শহরের বাগমামুদালি পাড়া এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই আয়োজন করে স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে এই সমাবেশে অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মীরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহামুদ বাবু, জেলা মহিলা যুবলীগের সভাপতি মোর্শেদা আক্তার লিপি, গজারিয়া উপজেলা আ'লীগের সহসভাপতি রেফায়াত উল্লাহ তোতা, শহর আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল প্রমুখ।
অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল এক মিছিল মুন্সীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন