কুমিল্লার চৌদ্দগ্রামে হোসনে আরা বেগম (৪৮) নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা বেগম ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামের এছাক মিয়ার স্ত্রী। নিহতের জামাতা জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা গ্রামের ওমর শরীফ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হোসনে আরা বেগম জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা গ্রামে ৭ দিন বয়সী নবজাতক নাতিন ফাতিহা নূরকে দেখতে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ফকিরবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতনামা বাস হোসনে আরা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হোসনে আরা বেগম স্বামী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
অপরদিকে বুধবার সকালে মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মরহুম আমির হোসেনের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে থানা সেকেন্ড অফিসার সাইদুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন