সাতক্ষীরায় কেমিস্টস্ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে এ সম্মেলন হয়। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি জেলা শাখা এ আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম কবির উদ্দিন বাবলু। প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাজহারুল ইসলাম চঞ্চল, আনিসুর রহমান লিটু, জিল্লুর রহমান জুয়েল, সাতক্ষীরা জেলার ড্রাগ সুপার মো. আবু হানিফ।
সমিতির জেলা কমিটির সদস্য কাজী আক্তার হোসেন ও সদর উপজেলা শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুন সম্মেলন পরিচালনা করেন। বক্তব্য দেন সুমন হোসেন, সাকিব আল হাসান, কমল রায় চৌধুরী টিপু, আব্দুস সোবহান, মাহবুবুর রহমান পান্নু। তারা খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সমিতির নেতা।
আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সৈয়দ রেজাউল হোসেন টুটুল, সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, আশাশুনি উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মমিন, শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দবীর আহমেদ, তালা উপজেলা শাখার আহ্বায়ক আনিসুর রহমান, পাটকেলঘাটা থানা শাখার সাধারণ সম্পাদক উৎপল সাধু।
বক্তারা ওষুধ ব্যবসা পরিচালনাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সম্মেলনে সাতক্ষীরা জেলার উপজেলা এবং খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী ২১টি জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র হয়।
মন্তব্য করুন