ভারতের মেদেনীপুরের আঞ্জুমান-ই-কাদেরীয়া তরিকার পীর হযরত আব্দুল কাদের জিলানী (র.) এর বংশধর হযরত সায়েদ শাহ ইয়াছুফ আলী আল্ কাদরী (র.) এর আগমনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে লাখো মানুষের ঢল নামে।
শনিবার (২ মার্চ) সকালে সায়েদ শাহকে বহনকারী হেলিকপ্টার দৌলতদিয়া হেলিপ্যাডে অবতরন করে। এর আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত দৌলতদিয়া ঘাটে আঞ্জুমান ই কাদরিয়া খানকা শরীফে এসে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করে। হুজুর পাক আসার আগেই হেলিপ্যাড থেকে দৌলতদিয়া আঞ্জুমান ই কাদরিয়া খানকা পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে লাখো মানুষ হুজুরের জন্য অপেক্ষা করেন।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান ই কাদরিয়া খানকা পাকে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাগদাদের বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (র.) এর মাজার শরীফের খাদেম হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (র.)।
এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব কাজী কেরামত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ অন্যান্যরা।
মন্তব্য করুন