মা ইলিশের অভয়াশ্রম মেঘনা নদীর চাঁদপুরে অভিযান চালিয়েছে পুলিশ। এতে ছয় জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য জানান হরিণা নৌপুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম।
তিনি জানান, নদীতে আমাদের টহল টিম নিয়মিত অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে ছয় অসাধু জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে তিনটি মামলা দেওয়া হয়েছে। অভিযানে একটি নৌকা এবং ১৭৭ কেজি জাটকা জব্দ করে তা অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় আমরা জেলে ও জনপ্রতিনিধিদের কাছে সর্বোচ্চ সচেতনতা প্রত্যাশা করছি। অসাধু জেলেদের সরকারি সুযোগ-সুবিধা যাতে না দেওয়া হয় সে বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।
উল্লেখ্য, মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় নদীর মাছ কেনাবেচা, মজুত ও পরিবহনেও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
নিষেধাজ্ঞায় বলা হয়, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা জারি করেছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির সভায় জাটকা সংরক্ষণ ও ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হলো।
মন্তব্য করুন