ফরিদপুরের ভাঙ্গায় ঝর্ণা আক্তার নামের এক সংরক্ষিত মহিলা মেম্বারের বাড়িতে আগুন ও তাকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি। ঘটনাটি ঘটে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে।
ঝর্ণা আক্তার চুমুরদী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার। তিনি ভাঙ্গা থানায় তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে অজ্ঞাত ব্যক্তির নামে জিডি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মার্চ) মহিলা মেম্বারের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি (০১৮৮৬৩৬৩১২১) কল করে মীমাংসা করে দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় মেম্বারের বাড়ি ফাঁকা থাকায় তাকে ও তার পরিবারের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়াসহ তাদের পুড়িয়ে মারার হুমকি দেয়। পরে মেম্বার ঝর্ণা আক্তার ৮ মার্চ রাতে ভাঙ্গা থানায় জিডি করেন, যার নম্বর ৩৫২।
ঝর্ণা আক্তার বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্তপূর্বক অজ্ঞাত ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
মন্তব্য করুন