লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে নির্মমভাবে পেটাল সন্তানরা

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত পিতা সহিদুর রহমান। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত পিতা সহিদুর রহমান। ছবি : কালবেলা

বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগী বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সহিদুর রহমান এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় রোববার (১০ মার্চ) বিকেলে ছেলে, মেয়ে, পুত্রবধূ, জামাতা ও তাদের কয়েকজন সহযোগীসহ ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাবা।

এর আগে গত ৫ মার্চ দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর এলাকার ভুক্তভোগী সহিদুর রহমানের ছোট ভাই ওয়াজেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার বালাটারী এলাকার বাসিন্দা বাবু আল রশিদের স্ত্রী দৌলতুন নাহার রুমি (৩৯), মাহামুদ হাসান মিম (২৮) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসি জিসা (২৫), আদিমারী উপজেলার বিসিক এলাকার সেকেন্দার আলীর স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও মোহাম্মদ আলী জিন্নাহর পুত্র সেকেন্দার আলী (৫৭)। জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার মোস্তাফিজার রহমানের স্ত্রী আজমিরা রহমান সাথী (৩২), আদিতমারী উপজেলার মদনপুর এলাকার বদিয়ার রহমানের মেয়ে আয়না খাতুন (২৭) ও মৃত মহির উদ্দিনের পুত্র লিয়াকত আলী (৪০), সদর উপজেলার বালাটারী এলাকার মৃত আখলাক হোসেনের পুত্র বাবু আল রশিদ (৪৫) ও আদিতমারী উপজেলার মদনপুর এলাকার শহিদার রহমানের পুত্র রায়হান উদ্দিন (২৫)।

জানা যায়, উপজেলার মদনপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে সহিদুর রহমানের (৭০) প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রায় ১ মাস পূর্বে সে হাফিজা খাতুন (৫৭) নামের এক বিধবা মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে তার ছোট ভাই ওয়াজেদ আলীর বাড়িতে অবস্থান করেন। কিন্তু বাবা দ্বিতীয় বিয়ে করায় তার নামের সম্পত্তি ও সদর উপজেলার পৌর এলাকার বালাটারীতে থাকা বাসা-বাড়ি ছেলে-মেয়েদের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি প্রদান করে আসছে। এক পর্যায়ে গত ৫ মার্চ বিকেলে সহিদুর রহমান তার ছোট ভাই ওয়াজেদ আলীর বাড়িতে অবস্থান করছিলেন। ছেলে, মেয়ে, পুত্রবধূ, জামাতা ও তাদের কয়েকজন সহযোগী মিলে এ সময় তাকে ও তার দ্বিতীয় স্ত্রী হাফিজা খাতুনকে পিটিয়ে আহত করে। ভয় দেখিয়ে একশ টাকা মূল্যের ৩টি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর এবং জমির প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন সহিদুর। পরে ভুক্তভোগী ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে সেখানে সহিদুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

সহিদুর রহমান বলেন- আমার ছেলে, মেয়ে, পুত্রবধূ, জামাতা ও তাদের ভাড়াটিয়া লোক মিলে দীর্ঘদিন ধরে জমিজমা ও শহরের বাসা-বাড়ি তাদের নামে লিখে চান। আমি এতে রাজি না হওয়ায় তারা সকলে আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। ওই সময় তারা টাকা, স্বর্ণের দুল ও চেইন ছিনিয়ে নেয় এবং ৩টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরসহ জমির প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। আমি থানায় অভিযোগ দিয়েছি। আইনের মাধ্যমে এর বিচার চাই।

এ ব্যাপারে আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী বলেন, ভুক্তভোগী বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

রাকসু নির্বাচন / ২৫ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করল ছাত্রদল

১০

মতবিনিময় সভা করেছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী

১১

কর্ণফুলী টানেলে ফের ৩ দিনের ট্র্যাফিক ডাইভারশন

১২

তিন দলের সঙ্গে জামায়াতের বৈঠক

১৩

তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি : তেনজিং 

১৪

গাজার দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বললেন হাল্ক

১৫

‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল’

১৬

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে : মেয়র শাহাদাত

১৭

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু অক্টোবরে

১৮

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির নিন্দা

১৯

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার ৫২ শিক্ষার্থী

২০
X