বীর মুক্তিযোদ্ধা ইলা রানি রায় আর নেই। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে বার্ধক্যজনিত কারণে কিশোরগঞ্জ পৌরসভার সতাল এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।
শুক্রবার (১৫ মার্চ) সকালে তার মরদেহ জাতীয় পতাকায় আবৃত করে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর পুলিশ বাহিনী সশস্ত্র সালামের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম শ্যামল মিয়া। রাষ্ট্রীয় মর্যাদা শেষে পার্শ্ববর্তী শ্মশানে ইলা রাণীর শেষকৃত্য সম্পন্ন হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, ভূপাল নন্দী ও মধাব গোবিন্দ দাস উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, ইলা রানির (৮২) স্বামী নেত্রকোনার সুকুমার ভাওয়াল ব্রিটিশ আমলে টঙ্ক আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন কারাবাস করেছিলেন। নিঃসন্তান ইলা রানি একমাত্র অবিবাহিত বোন মলিনা রানি রায়কে (৭৫) রেখে গেছেন।
মন্তব্য করুন