বাগেরহাটে ১৬ লাখ জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এসব তৈরির সরঞ্জামও জব্দ করা হয়।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শহরের দশানী এলাকার একটি ভাড়া বাসায় ডিবি এ অভিযান চালায়।
গ্রেপ্তার ফয়সাল ইউসুফ (৩০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারো দাঁড়িয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে।
উদ্ধার হওয়া জাল টাকার মধ্যে ১৫ লাখ এক হাজার টাকার নোট, পাঁচশ টাকার নোট এবং এক লাখ একশ ও দুইশ টাকার নোট রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান বলেন, ছয় মাস আগে বাগেরহাট শহরের দশানী এলাকার কামাল নামের এক ব্যক্তির বাড়ির ষষ্ঠতলা ভাড়া নেন ফয়সাল ইউসুফ। বাড়িটিতে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। সেখানে তল্লাশি চালিয়ে পাঁচশ, একশ ও দুইশ টাকার জালনোট নিয়ে মোট ১৬ লাখ টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় পুলিশ ফয়সাল ইউসুফকে গ্রেপ্তার করেছে। ঈদকে সামনে রেখে এই চক্রটি জাল টাকা তৈরি করে বাজারে সরবরাহ করছে বলে ধারনা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন