বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরির পর ফেলে যাচ্ছে চিরকুট ও মোবাইল নম্বর। সেই নম্বরে টাকা পাঠানোর পর ফেরত পাওয়া যায় মিটার। এবার চিরকুটের সেই নম্বরের সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলো সদর থানার নামুজা ইউনিয়নের সাদনাপাড়ার মোমিন ও আদমদিঘি উপজেলার ছাতিয়ান গ্রামের বাসিন্দা মোমিন।
আদমদিঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী কালবেলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গভীর নলকূপের মিটার চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযুক্তির সহায়তার মাধ্যমে মিটার চোর শনাক্ত করা হয়। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। আসামিদের তথ্যের ভিত্তিতে একটি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, আসামিদের বুধবার (২০ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন