কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কানাইনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত দোকানি কানাইনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. মানিক মিয়া (৩৬)। অভিযুক্ত বাহাউদ্দীন একই গ্রামের নায়েব আলীর ছেলে।
জানা যায়, বাহাউদ্দীন দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায়। এ সময় দোকানি মানিক সিগারেট নেই বলে জানালে বাহাউদ্দীনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে বাহাউদ্দীন নাকে আঘাত পায়। রক্তাক্ত অবস্থায় বাহাউদ্দিন বাড়ি গেলে তার বড় ভাই জালালসহ ৩/৪ জন মিলে ধারাল ছুরি নিয়ে দোকানি মানিক মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মানিকের চিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিককে ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত মানিকের চাচি রাজমোহন (৬০) বলেন, বাহাউদ্দীন দুপুরে মানিকের দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায়। তখন মানিক সিগারেট নেই বললে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে মানিককে মারধর করে। এ সময় বাহাউদ্দীন নাকে আঘাত পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে তার ভাইদের সঙ্গে নিয়ে ধারাল ছুরি নিয়ে এসে মানিককে ছুরিকাঘাতে হত্যা করে। আমরা খুনিদের বিচার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের আটক করতে আমাদের একাধিক টিম কাজ করছে।
মন্তব্য করুন