কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী দুই শিশু মারা গেছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।
জাবির ও আদিব নামের শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে জাবির বেলদহ গ্রামের আবদুল হামিদ বাবুর ছেলে এবং আদিব বাবুর ভাই আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে।
সাবেক ইউপি সদস্য আবু হোসেন জানান, তার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে মারা যায়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।
মন্তব্য করুন