ফসলি জমিতে ঘুরে ঘুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ খননযন্ত্র (ড্রেজার) পাইপ ও সরঞ্জাম ধ্বংস করছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
বুধবার (২৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ফসলি মাঠে তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রামপুলিশ সহযোগিতা করেন। এর আগে গত ২৩ ও ২৪ মার্চও এ কার্যক্রম চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফসলি জমিতে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় সংশ্লিষ্ট ড্রেজার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ড্রেজার বসালে ফসলি জমির ক্ষতি হয়। আশপাশে ১ কিমি পর্যন্ত এলাকার বাড়িঘরের ক্ষতিসাধন হয়, মাটির উর্বরতা নষ্ট হয়, রাস্তাঘাট দ্রুত ভেঙে পড়ে। এ জন্য উপজেলা প্রশাসন অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ ড্রেজার চলতে দেওয়া যাবে না। এই অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন