‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) বিকেলে সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র জায়েদা খাতুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র ও সিটি মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা রজব আলী, রফিজ উদ্দিন, শেখ আক্কাস আলী, প্যানেল মেয়র মাকসুদুল হাসান বিল্লাল, আওয়ামী লীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল ও মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও পোশাক কারখানার শ্রমিক, মালিক অংশগ্রহণ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে টঙ্গীর শিল্প সম্পর্ক মিলনায়তন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি টঙ্গী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শিল্প সম্পর্ক মিলনায়তনে এসে শেষ হয়। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা এবং সাধারণ শ্রমিকরা র্যালিতে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন