মো. মাজহারুল পারভেজ, নরসিংদী
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ
পাঁচ লাখ টাকায় সন্ত্রাসী ভাড়া

নরসিংদীতে আ.লীগ-বিএনপি সমর্থকদের ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৪

নরসিংদীতে আ.লীগ-বিএনপি সমর্থকদের ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৪

আর টেঁটা যুদ্ধ নয়, এখন বন্দুকযুদ্ধ হয় নরসিংদীর চরাঞ্চলে। ভাড়ায় খাটে বন্দুক যোদ্ধারা। পুলিশের হাতে ধরা পড়ার পর সশস্ত্র দুই যোদ্ধা পুলিশ জানায়, পাঁচ লাখ টাকার বিনিময়ে পাশের উপজেলা রায়পুরা থেকে যুদ্ধ করতে আসে তারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে সদর উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির ঘুমন্ত নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করে হামলা চালায়। এ বন্দুকযুদ্ধে চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় তাদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের জেলা ও সদর হাসপাতালসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শটগানসহ নাজমুল ইসলাম (২০) ও আল আমিন (৩০) নামে দুই অস্ত্রধারীকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের এ সাড়াশি অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার নিয়ন্ত্রণ হাতে নিতে পাঁচ লাখ টাকার চুক্তিতে রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়ন থেকে অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে ভাড়া করে আনে আওয়ামী লীগ সমর্থিতরা। পরে গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর অস্ত্রধারী নাজমুল এ কথা গ্রামবাসী ও পুলিশের কাছে স্বীকারও করেছেন। গ্রেপ্তার অস্ত্রধারীর এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এমন খবর শুনে হতবাক এলাকার শান্তিপ্রিয় মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলো আল আমিন (৩০), নাহিদ সরকার (২২), সাকিব সরকার (২৪), শফিউল্লাহ (৩৫)। এ ছাড়া টেঁটা বিদ্ধ হয়ে আহতরা হলেন- হালিম মিয়া (৫০), হারুন মিয়া (২০), মাসুদ রানা (২৪), নাজমুল ইসলাম (২০)-সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। এদের মধ্যে গুলিবিদ্ধ আল আমিনকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। তারা সবাই আলোকবালীর খোদাদিলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিম ও যুবলীগের নেতা জাকির হোসেনের সঙ্গে একই ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদিনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে উভয় গ্রুপের মধ্যে মামলা পাল্টা মামলাও হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাকির হোসেন এলাকা ছাড়া হয়ে পড়েন।

সর্বশেষ বৃহস্পতিবার ভোর রাতে জাকির হোসেন ও ফাহিমের সমর্থকরা বাঁশগাড়ি ও নীলক্ষা থেকে ভাড়া করা অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করে। এ খবর ছড়িয়ে পড়লে জয়নাল আবেদিন গ্রুপের লোকজন প্রতিহত করার চেষ্টা চালায়। এ সময় জাকির হোসেন ও ফাহিম গ্রুপের ছোড়া গুলিতে আল আমিনসহ চারজন গুলিবিদ্ধ হয়। উভয়পক্ষের কমবেশি ১০ জন আহত হয়েছে। উত্তেজিত গ্রামবাসীর হাতে তখন শটগানসহ আটক হয় পার্শ্ববর্তী নীলক্ষার গ্রামের নাজমুল ইসলাম।

আটক নাজমুল জানায়, পাঁচ লাখ টাকা চুক্তিতে অস্ত্রসহ তিনজনকে নিলক্ষা গ্রাম থেকে ভাড়া করে আনে জাকিরের দল। সামনে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাকেই গুলি করার নির্দেশ ছিল তাদের ওপর। সেই প্রেক্ষিতে তারা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সদর মডেল থানা পুলিশ।

এক পক্ষের নেতা জয়নাল আবেদিন বলেন, মামলায় আসামি হয়ে জাকির এলাকা ছাড়া। হঠাৎ ফজরের নামাজের পর পর জাকির ও ফাহিমের নেতৃত্বে বাঁশগাড়ি ও নীলক্ষার অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে তারা। পরে গ্রামবাসী একত্রিত হয়ে ঘেরাও দিয়ে অস্ত্রসহ নাজমুল নামে একজনকে আটক করে পুলিশে শোপর্দ করা হয়। প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে অপরপক্ষের নেতা জাকির অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল। সেখানে আমাদের লোকজন যাওয়ায় জয়নাল ও তার ভাইয়েরা লোকজনকে মারধর করে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে জয়নাল লোকজন নিয়ে আমার সমর্থকদের বাড়ি-ঘরের ওপর হামলা চালায়।

পাঁচ লাখ টাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া আনার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ। এসব সঠিক নয়।

নরসিংদী সদর থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। শটগানসহ গ্রামবাসীর হাতে আটক দুজনকে আহতাবস্তায় উদ্ধার করে থানায় নিয়ে আসি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইবোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

যে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

নারায়ণগঞ্জ / আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা অনুদান প্রদান

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় : রহমাতুল্লাহ

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

ইরান দূতাবাসের শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

১০

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

১১

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১২

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

১৩

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

১৪

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

১৫

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

১৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১৭

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১৮

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১৯

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

২০
X