দেশ বিরোধী ষড়যন্ত্রের নেতৃত্বে আছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে খুলনা নগরীর ডাক বাংলো চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপিকে উদ্দেশ্য করে বি এম মোজাম্মেল হক বলেন, যুব ঐক্য গড়ে তুলে এদের প্রতিহত করতে হবে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে জিয়াউর রহমান গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে ভর্তি করেছিল। জাতির পিতার হত্যার বিচার বন্ধ করে মানবাধিকারকেও হত্যা করেছিল তারা। এখন বিদেশি প্রভুদের ডেকে নিয়ে তারা আমাদের সার্বভৌমত্ব, আমাদের মূল্যবোধকে ধ্বংস করার পাঁয়তারা করছে। যুবকদের ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী এই চক্রকে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা সংবিধান মানে না। কারণ তারা সংবিধানকে বারবার লঙ্ঘন করেছে। তাই আমাদের ইস্পাত কঠিন ঐক্য গঠন করে তাদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ ছাড়াও পার্শ্ববর্তী বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, জেলা যুবলীগের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/যুগ্ম আহ্বায়ক গণমিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। মিছিলে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ড যুবলীগের নেতারা ও খুলনা জেলা উপজেলা, পৌরসভা ও থানার নেতারাও অংশগ্রহণ করে। এসময় মিছিলে মিছিলে পুরো খুলনা মহানগরী মিছিলের নগরীতে পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মাঈনুল হোসেন খান নিখিলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বাগেরহাট চার আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মো. নবী নেওয়াজ, ইঞ্জি. মৃণাল কান্তি জোয়ার্দ্দার, মো. তাজউদ্দীন আহমেদ, মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পার, বদিউল আলম বদী, সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহিদুল হক রাসেল, অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী ছারোয়ার হোসেন, সামসুল আলম অনিক। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরীদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহাফুজুর রহমান সোহাগ প্রমুখ।
মন্তব্য করুন