রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুক্ষণ পরেই একটি মুদি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২১ (মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর বাজারে ঘটনা ঘটে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের দেওয়া আগুনের লেলিহানে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানা যায়, ক্ষতিগ্রস্ত দোকানি উপজেলা গোপালপুর গ্রামের শহিদুল ইসলাম। তিনি পরাজিত ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদারের সমর্থক।
মুদিদোকানি শহিদুল জানান, দীর্ঘদিন ধরে গোপালপুর বাজারে ব্যবসা করে আসছিলেন তিনি। উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের পরাজিত প্রার্থীর একজন সমর্থক। ভোটের দিন সকালেই তাকে জয়ী প্রার্থীর সমর্থকরা ক্ষতি করার হুমকি ধামকি দেয়। পরে রাত ৮ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। পরবর্তীতে আধা ঘণ্টা পরে পথচারীরা দেখতে পান যে, দোকানে আগুন লেগেছে এবং প্রচণ্ড ধোয়া বের হচ্ছে। পথচারীদের কাছে ঘটনার কথা শুনে দোকানি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে লেলিহান শিখা দেখতে পান। পরে দুর্গাপুর ফায়ার সার্ভিস কর্মীর সেখানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে করলেও রক্ষা করা যায়নি কোনো মালামাল।
দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, দোকান ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়ে মালামাল ভস্মীভূত হয়েছে। তবে কীভাবে আগুনে সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।
দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দোকানটি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে তদন্ত চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন