চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

উৎপাদন কম হওয়ায় হতাশ লিচু চাষিরা

পাবনার চাটমোহরে লিচু বাগান। ছবি : কালবেলা
পাবনার চাটমোহরে লিচু বাগান। ছবি : কালবেলা

বিরূপ আবহাওয়ার কারণে চলতি মৌসুমে পাবনার চাটমোহরে লিচুর উৎপাদন কম হয়েছে। যেসব কৃষক সঠিক পরিচর্যা করতে পেরেছেন তাদের বাগানে শেষ পর্যন্ত কিছু লিচু টিকে থাকলেও অধিকাংশ লিচু বাগান মালিক এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেসব ব্যবসায়ী বার্ষিক অগ্রিম বাগান কিনে থাকেন তারাও ক্ষতির শিকার হচ্ছেন।

চাটমোহর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে চাটমোহরে ৪৮০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল। এ এলাকায় সাধারণত মোজাফ্ফর জাতের লিচু বেশি চাষ হয়। বোম্বাই ও চায়না-৩ জাতের সামান্য কিছু লিচু চাষ হয় এ এলাকায়।

বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের লিচু চাষি আব্দুল মজিদ জানান, প্রায় ২৭ বিঘা জমিতে লিচু চাষ করেন তিনি। এ বছর তিনি তার বাগানের সমস্ত লিচু মাত্র সাত লাখ টাকায় বিক্রি করেছেন। লিচু ব্যবসায়ীরা বাগান থেকে পাকা লিচু সংগ্রহের কাজ শুরু করেছেন।

তিনি আরও জানান, লিচু গাছে যখন ফুল আসে তখন দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ফুল নষ্ট হয়ে যায়। এ ছাড়া অত্যাধিক তাপমাত্রার কারণেও লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়-বৃষ্টিতে আরেক দফা ক্ষতিগ্রস্ত হয় এ এলাকার লিচু বাগানগুলো।

দোলং গ্রামের লিচু চাষি ও চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন জানান, লিচু গাছে যখন ফুল আসে তার পর পরই সামান্য বৃষ্টিপাত হয়। ফলে ফুল পঁচে যায়। তার প্রায় বিশটি লিচু গাছ থাকলেও এবার খাওয়ার লিচুও পাননি তিনি।

রামচন্দ্রপুর গ্রামের লিচু চাষি জাহাঙ্গীর আলম জানান, লিচু গাছে পর্যাপ্ত ফুল দেখে চাষিরা বাম্পার ফলনের আশা করেছিলেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে গুটি হতে না হতেই লিচু ঝরে যায়। রামচন্দ্রপুর, জালেশ্বর, নতুনপাড়া, মন্ডলপাড়া, গুনাইগাছা, মল্লিকচক, জাবরকোলসহ এ এলাকার লিচু চাষিরা তিন ফসলি জমিতে অন্য ফসল চাষ না করে লিচুর আবাদ করেন। বছরে একবার লিচু বিক্রি করেন। অন্যান্য বছরের তুলনায় এবার গাছে চার ভাগের এক ভাগ লিচু ছিল। ফলন বিপর্যয়ের কারণে দাম বেশি পেলেও উৎপাদন কম হওয়ায় হতাশ হয়েছেন লিচু চাষিরা।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, লিচুর ফুল বের হওয়ার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। পরে তীব্র রোদ ও খরায় লিচুর গুটি ঝরে যায়। আমরা লিচু চাষিদের সব সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। বাগান মালিক ও বাগান ক্রেতারা এরইমধ্যে ৩৬০ হেক্টর জমির লিচু সংগ্রহের কাজ শেষ করেছেন। উৎপাদন কম হলেও কৃষক ভালো দাম পেয়েছেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড় বৃষ্টিতে লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নতুন চুক্তিতে কেমন বেতন পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা?

বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চায় বাংলাদেশ

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযানে ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে

১০

এইচএসসি পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

১১

টিসিএল পণ্য এখন বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

১২

ডাকসু নির্বাচন / শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৯৩ জনের, মোট ৬৫৮

১৩

২৪ ঘণ্টা না পেরোতেই বদলি কোম্পানীগঞ্জের ইউএনও

১৪

আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদায় শিক্ষাবৃত্তি প্রদান 

১৫

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, অতঃপর...

১৬

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

১৭

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

১৮

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

১৯

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

২০
X