ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শতকোটি টাকার ক্ষতি

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেসে গেছে মাছের ঘের। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেসে গেছে মাছের ঘের। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক কৃষকরা। ঝালকাঠিতে আবাদি ৬ হাজার ১৯০ হেক্টর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ২৫১ হেক্টর জমির ২ হাজার ৭০টি পুকুর ও ১৫৯টি মাছের ঘের। এতে শতকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও মৎস্য চাষিরা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সব ফসলই এখন পানির নিচে তলিয়ে আছে।

ঝালকাঠি কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলায় এ বছর আউশ বীজতলা ৫৮০ হেক্টর, রোপিত আউশ ৬ হাজার ৭৩০ হেক্টর, আখ ২১৫ হেক্টর, চিনা বাদাম ২০ হেক্টর, মরিচ ১০ হেক্টর, গ্রীস্মকালীন শাকসবজি ২ হাজার ৩২৫ হেক্টর, পেঁপে ১৪৫ হেক্টর, কলা ৩৭০ হেক্টর, পান ৩২০ হেক্টর ও তিল ৮০ হেক্টর জমিতে চাষাবাদ করেছিলেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছিল। এতে লাভের আশায় বুক বেঁধে ছিলেন চাষিরা। কিন্তু তাদের সে স্বপ্ন বেশি দিন টিকেনি। এর মধ্যে ৬ হাজার ১৯০ হেক্টর জমির ফসল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। পানি না কমলে ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা। লাভের মুখ তো দূরের কথা, এ ক্ষতি সহজেই পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। তাই এখন দুশ্চিন্তায় ভুগছেন ভুক্তভোগীরা।

এদিকে জলোচ্ছ্বাসে জেলার অধিকাংশ মাছের ঘের ও ছোট বড় পুকুর তলিয়ে গেছে। এতে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা কয়েক কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে বলে দাবি করেছেন মৎস্য চাষিরা। সরকারের সহযোগিতা ছাড়া তারা কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবেন না বলে জানিয়েছেন। ঝালকাঠি জেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুপার সাইক্লোন সিডরকেও হার মানিয়েছে। ঝড়-জলোচ্ছ্বাসে একজন নিহত ও এক লাখ ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক ও মৎস্য চাষিরা। তারা এ ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ঝালকাঠির প্রতাপ বাজার সংলগ্ন এলাকার কৃষক আছলাম হোসেন বলেন, আমার বাগানের সকল সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে আমার মরিচ, পেঁপেঁ, বেগুনসহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে গেছে।

ঝালকাঠির চরভাটারাকান্দা এলাকার আল আমিন হোসেন বলেন, আমার এক একর জমির কৃষিপণ্য সব পানিতে নিমোজ্জিত। কোনোভাবেই পানি কমছে না। আমার ক্ষেতের সব সবজি নষ্ট হয়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নলছিটি উপজেলার শীতলপাড়া গ্রামের মৎস্য চাষি আমিরুল ইসলাম বলেন, শিমুলতলা এলাকায় আমার ২০ একর জমির ওপর একটি মাছের ঘের আছে। রিমালের তাণ্ডবে পানি উঠে সব মাছ ভেসে গেছে। আমি তিন বছরে মাছ ধরিনি। অনেক বড় হয়েছিল মাছ। এতে আমার ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কোনোভাবেই পুষিয়ে উঠতে পারব না।

রাজিব চৌধুরী নামে এক মাছের ঘের ব্যবসায়ী জানান, তার মাছের ঘের তলিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ জোয়ারে ভেসে গেছে। এ রকম আরও অনেক ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। ঘেরের ওপর অতিরিক্ত জাল দিয়েও মাছ আটকে রাখা যায়নি। কারণ, পানির পরিমাণ ও স্রোত ছিল অত্যধিক।

জামুরা গ্রামের মৎস্য চাষি রিপন সিকদার বলেন, আমার ১৫ একর জমির একটি মাছের ঘের তলিয়ে সব মাছ ভেসে গেছে। আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার অপূরণীয় ক্ষতি হয়েছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের জলোচ্ছ্বাসে ঝালকাঠির প্রায় সবগুলো মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি, কাজ চলছে। তবে যে ক্ষতি হয়েছে, তা আগে কোনো সময় ঘটেনি।

ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম বলেন, ঝালকাঠিতে যেসব ফসল রোপিত ছিল সবগুলোই পানির নিচে তলিয়ে আছে। পানি না কমলে সব নষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করছি, কৃষকদের সব ধরনের সহযোগিতা করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক

২০২৬ বিশ্বকাপে মেসিদের কত কিলোমিটার ভ্রমণ করতে হবে?

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

১০

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

১১

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

১২

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১৩

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব : শিশির মনির

১৪

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

১৫

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

১৬

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সিটিস্ক্যানসহ কিছু টেস্ট নরমাল’

১৭

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে : তারেক রহমান

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

১৯

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, তবু জয় পেয়েছে তার দল

২০
X