বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বন্যায় প্লাবিত কয়েকটি গ্রাম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরইমধ্যে বন্যাকবলিত হয়েছেন সুরমা নদীর পার্শ্ববর্তী লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। এ যেন ২০২২ সালের ভয়াবহ বন্যার তাড়া করছে।

তবে মঙ্গলবার (৪ জুন) বৃষ্টি কম হওয়ায় আর পানি বাড়েনি। তবে ফের বৃষ্টি নামলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সরেজমিন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ দিনের অবিরাম বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি, খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। স্কুল, মাদ্রাসাসহ রাস্তাঘাটে পানি উঠেছে।

খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর, মুছেধর, ছরগাঁও, হোসেনপুর, ঘাষিগাঁও, পাহাড়পুর, লামাকাজি ইউনিয়নের মির্জারগাওসহ ১নং ও ২নং ওয়ার্ডে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া কুশিয়ারা নদীর পানিতে দেওকলস ও দশঘর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এরইমধ্যে বন্যার পানিতে ফসল, হাঁস, মোগর ও মাছের খামারে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২ হেক্টর আউশধান, ৩ হেক্টর আউশের বীজতলা ও ৪ হেক্টর সবজি পানির নিচে চলে গেছে।

এদিকে লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে নির্মিত আশ্রয়ণের ঘরে হাঁটু পানি রয়েছে। সেখানকার ১৯টি পরিবারের মধ্যে ৮টি পরিবার মির্জারগাঁও প্রাথমিক স্কুল আশ্রয়কেন্দ্রে ও বাকিরা আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গত তিন ধরে তারা আশ্রয়কেন্দ্রে থাকলেও এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পাননি বলে অভিযোগ করেছেন। এ ছাড়া দেওকলস ও দশঘর ইউনিয়নের কয়েকটি আশ্রয়ণের ঘরেও পানি উঠেছে।

লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, মির্জারগাঁওয়ের ১৯টি পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। ত্রাণসামগ্রীও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যা হয়েছে। সেগুলোর জন্য ১১ চাল বরাদ্ধ করা হয়েছে। এ ছাড়া কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি ঢুকেছে। আমি সরেজমিন দেখে এসেছি এবং সরকারের দেওয়া কিছু শুকনো খাবার ও চাল সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধূমপান না করেও ফুসফুসের ক্যানসার হতে পারে, কোন লক্ষণ দেখে বুঝবেন?

ডাকসুর প্রতিদ্বন্দ্বিতায় কারা এগিয়ে 

ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়

কলম্বিয়ায় হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ১৮

১১ দল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড বদলে যাচ্ছে কেন?

বাংলাদেশি পোশাক খাতে দুই মাসে ক্রয়াদেশ বেড়েছে ৩২ শতাংশ

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে?

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

কীভাবে যৌবন ধরে রেখেছেন রোনালদো, বিস্ময়কর তথ্য প্রকাশ

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

১১

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

১২

যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন মিলন

১৩

ড্রাগন ফল কারা খেতে পারবেন না? জানালেন পুষ্টিবিদ

১৪

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

১৫

সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

১৬

ব্যক্তিগত মিলে মজুত করা ছিল সরকারি চাল

১৭

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ / ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

১৮

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

১৯

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

২০
X