একটি দুর্ঘটনা সার জীবনের কান্না, এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে হরিপুর উজেলার জাদুরানি পেট্রোল পাম্পে চলছে- ‘হেলমেট নাই, তো তেল নাই’।
বৃহস্পতিবার (১৫ জুন) থেকে উপজেলার জাদুরানি পেট্রোল পাম্পে ‘হেলমেট নাই, তো তেল নাই’- লেখা ব্যানার স্থাপন করে ক্যাম্পেইন চালানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আরিফুজ্জামান, থানার ওসি আব্দুল লতিব শেখসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালকের এখন থেকে পাম্পে তেল দেওয়া হবে না। জনসাধারণকে এ নির্দেশনা মেনে চলার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন