ময়মনসিংহ ব্যুরো ও মুক্তাগাছা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

স্বপ্নে সাধুর শেখানো পদ্ধতিতেই প্রথম বানানো হয় মুক্তাগাছার মণ্ডা

মুক্তাগাছার সুপ্রসিদ্ধ মণ্ডা। ছবি : কালবেলা
মুক্তাগাছার সুপ্রসিদ্ধ মণ্ডা। ছবি : কালবেলা

ময়মনসিংহের মুক্তাগাছার নাম নিলেই চলে আসে মণ্ডার নাম। এখানকার মণ্ডার সুখ্যাতি শোনেননি, এমন মানুষ বোধ হয় কম পাওয়া যাবে। আর এই মানুষেরা মণ্ডার নাম শুনে দেরি করেন না। কিনে নেন সুস্বাদু এই মিষ্টি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি মুক্তাগাছার মন্ডা ২৬তম জি আই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।

জমিদারদের প্রধান এলাকা ছিল মুক্তাগাছা। বিভিন্ন পূজাপার্বণ, অনুষ্ঠানাদি ও পারিবারিক প্রয়োজনেও জমিদার বাড়িতে প্রচুর মিষ্টান্নের প্রয়োজন হতো। সেই প্রয়োজনের সূত্র ধরেই মণ্ডার সৃষ্টি। ১৮২৪ খ্রিস্টাব্দে এই মণ্ডা প্রস্তুত করেন মুক্তাগাছা থানার তারাটী গ্রাম নিবাসী গোপাল পাল। তিনি এই মিষ্টি তৈরি করে মুক্তাগাছার জমিদারদের একজন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর কাছে পেশ করেন।

বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পাল ভ্রাতৃদ্বয় এই মিষ্টির ব্যবসা পরিচালনা করেন। ছানার সন্দেশাকৃতির এই মিষ্টির প্রধান উপকরণ দুধের ছানা ও চিনি। বর্তমানে পাল বংশীয় পঞ্চম পুরুষ ব্যবসায় জড়িত। এখনো দেশের বিভিন্ন স্থানে এই মিষ্টির যথেষ্ট চাহিদা রয়েছে। মিষ্টির নাম বলতেই ২০০ বছরের ইতিহাস ঐতিহ্যের সেই মুক্তাগাছার মণ্ডার নাম চলে আসে। মণ্ডার খ্যাতি ছড়িয়ে আছে সারাদেশে। এমনকী দেশের বাইরেও রয়েছে এর খ্যাতি। দুধের ছানা আর চিনি দিয়ে তৈরি এই মণ্ডা খেতে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন মুক্তাগাছায়। আর এই মুক্তাগাছার মণ্ডা সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফলে যারপরনাই উচ্ছ্বসিত মুক্তাগাছাবাসী।

ময়মনসিংহ নগরী থেকে ১৬ কিলোমিটার দূরে জমিদারদের রেখে যাওয়া স্মৃতি বিজড়িত শহর মুক্তাগাছা। দেড়শ বছরের প্রাচীনতম হিন্দু অধ্যুষিত মুক্তাগাছার চৌরঙ্গি মোড় এলাকায় এই মণ্ডার দোকান। প্রতি কেজি মণ্ডা বিক্রি হয় ৭০০ টাকায়। দেশের কোথাও কোনো শাখা না থাকায় এই মণ্ডা খেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই দোকানে। মণ্ডার জন্য মুক্তাগাছা সুপ্রসিদ্ধ।

শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীজুড়ে এই মিষ্টির খ্যাতি। দুধ আর চিনি দিয়ে মণ্ডা বানানো হয়। তবে শীতকালে আরও এক ধরনের মণ্ডা পাওয়া যায় মুক্তাগাছায়, যেগুলো চিনির বদলে গুড় দিয়ে তৈরি। বাংলাদেশের আর কোথাও এমন সুস্বাদু মণ্ডা পাওয়া যায় না।

জানা যায়, ২০০ বছর আগে ১২৩১ বাংলা, ১৮২৪ ইংরেজি সনে গোপাল পাল সর্বপ্রথম মণ্ডা তৈরি করেন। গোপাল পালের তৈরিকৃত মণ্ডা তৎকালীন মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী প্রথম স্বাদ গ্রহণ করেন। ইতিহাস ঐতিহ্যের এই মণ্ডার জনকের পুরো নাম হচ্ছে রাম গোপাল পাল। তার জন্ম বাংলা ১২০৬ ও ইংরেজি ১৭৯৯ খ্রিষ্টাব্দে। গোপাল পালের আদি নিবাস ছিল মুর্শিদাবাদে। পরবর্তীতে তিনি মুক্তাগাছায় আশ্রয় নেন। মণ্ডা সৃষ্টির পেছনে কিছু ইতিহাস রয়েছে।

জানা যায়, গোপাল পাল স্বপ্নে প্রায়ই এক সাধুর দেখা পেতেন। স্বপ্নে সাধু তাকে মণ্ডা তৈরির নিয়মাবলি শেখাতেন। সর্বশেষ এক রাতে মণ্ডা পাকের শেষ নিয়মটি শিখিয়ে গোপালকে সাধু বলেছিলেন, ‘তুই এই মণ্ডার জন্য অনেক খ্যাতি অর্জন করবি।’

ওই সময় থেকে এখনো এর খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশ ও দেশের বাইরে। ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, ব্রিটেনের রানি এলিজাবেথ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আইয়ুব খান, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, প্রখ্যাত সংগীতশিল্পী আলাউদ্দিন খাঁ, রাশিয়ার কমরেড জোসেফ স্তালিন, চিনের কমরেড মাও সে তুং অনেকেই মুগ্ধ হয়েছেন মুক্তাগাছার মিষ্টি খেয়ে। তাদেরকে গোপাল পালের মণ্ডা দিয়ে আপ্যায়ন করা হত। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা ভাসানিও মণ্ডা খেতে ছুটে এসেছিলেন মুক্তাগাছার এই দোকানে। জমিদারি প্রধা বাতিল হলেও এখনো রয়েছে গেছে তাদের স্মৃতি বিজড়িত ঘরবাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষ জমিদার বাড়ি দেখে বাড়ি ফেরার সময় মুক্তাগাছার মণ্ডা খেয়ে মুগ্ধ হন।

মুক্তাগাছা তারাটি গ্রামের ফজলুল হক বলেন, আমাদের এখানে মণ্ডা প্রধান মিষ্টান্ন বলা যায়। মুক্তাগাছায় কেউ বেড়াতে এলে কিংবা অতিথি আপ্যায়নের জন্য মণ্ডার বিকল্প নেই। সকলের চাহিদা মণ্ডাই।

নরসিংদী জেলার চার বন্ধু ফয়সাল, মাসুদ, রাজিব, রায়হান বলেন, মোটরসাইকেলে দেড়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মণ্ডা খেতে আসলাম। মূলত ফুলবাড়িয়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে মুক্তাগাছার মণ্ডা কিনে নিয়ে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল মণ্ডার দোকানে বসে মণ্ডা খাবো সেই ইচ্ছাও পূরণ হলো।

পঞ্চম বংশধরের আরেক ছেলে মিথুন পাল বলেন, পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে সকল ধরনের কলাকৌশল ব্যবহার করে যাচ্ছি। এমনকি পুরাতন কারিগরের কাছ থেকে শিক্ষা নিয়েই মণ্ডা তৈরি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

কফি পান করার সেরা সময় কখন?

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১০

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

১১

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

১২

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

১৩

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

১৪

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

১৫

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

১৬

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

১৭

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুল

১৮

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

১৯

নাশকতার পরিকল্পনার সময় ধরা খেলেন হারুন

২০
X