শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চায়ের রাজ্য শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে আগাম বুকিং কম

ঈদ উপলক্ষে আগাম বুকিং কম চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। ছবি : কালবেলা
ঈদ উপলক্ষে আগাম বুকিং কম চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। ছবি : কালবেলা

প্রকৃতির টানে তাই পর্যটকরা ছুটে আসেন এই চায়ের রাজ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। ঈদ কিংবা অন্য কোনো লম্বা ছুটি পেলেই প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমাতে শুরু করেন ‘চায়ের রাজ্য’ খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। পাঁচ তারকা মানের হোটেলসহ ছোট বড় মিলিয়ে রিসোর্ট রয়েছে।

তবে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গলে পর্যটকদের আগাম বুকিং কম বলে জানাচ্ছেন হোটেল-রিসোর্ট মালিকরা।

জানা গেছে, বেশ কিছু দর্শণীয় স্থান রয়েছে, শ্রীমঙ্গল রাধানগর গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, চা বোর্ডের টি রিসোর্ট এন্ড মিউজিয়াম, টি হ্যাভেন, লেমন গার্ডেন, বালিশিরা রিসোর্ট, নবেম রিসোর্ট, গ্র্যান্ড সেলিম রিসোর্টসহ এখানে প্রায় শতাধিক হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে।

শ্রীমঙ্গল শহর ও শহরের বাইরের হোটেল-রিসোর্টগুলোতে গতকাল শনিবার বিকেল পর্যন্ত প্রায় ৭০ শতাংশ রুম আগাম বুকিং হয়নি।

শ্রীমঙ্গলের বিভিন্ন রিসোর্ট, হোটেল, মোটেল এবং পর্যটন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের সমাগম ছিলনা বললেই চলে। কোরবানির ঈদে পর্যটন খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল কোরবানির ঈদের বন্ধে মন্দাভাব কাটিয়ে উঠবেন তারা। এতে পর্যটন ব্যবসায়ীরা লোকসানের শিকার হচ্ছেন বলে জানান তারা।

নিসর্গ নিরব ইকো কটেজের মালিক কাজী শামসুল হক বলেন, আমাদের কটেজে সরকারি ছুটি, বিশেষ করে ঈদের সময় প্রায় এক মাস আগে থেকেই বুকিং হয়ে যায়। কিন্তু এবার এখনও বুকিং কনফার্ম হয়নি। আমাদের ঈদের বুকিং সাধারণত একমাস ১৫-২০ দিন আগে অ্যাডভান্স বুকিং হয়, এইবার সেই তুলনায় বুকিং হয় নি আলাপ আলোচনা চলছে। গত বছর থেকে এ বছর আমরা বিজনেস ফুল করতে পারিনি,কারণ হচ্ছে, টুরিস্টদের সার্বিক পরিস্থিতি অথবা এখন বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে হয়তো এটার জন্য কিছুটা কম।

বালিশিরা রিসোর্টের ম্যানজার এম ডি আরিফুল ইসলাম আরিফ বলেন জেলায় প্রায় তিনশ এর মতো রিসোর্ট আছে, আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, শুধু আমার রিসোর্ট না প্রায় সব রিসোর্টেই এই পরিস্থিতি চলছে। রিজার্ভেশন খুব বেশি আসছে না।

এর দুটি কারণে হতে পারে, প্রথমত এখন আবহাওয়া খারাপ, বৃষ্টি বাদলের জন্য আমাদের সমস্যা হচ্ছে, দ্বিতীয়ত সিলেটের বন্যা জন্য মানুষ মনে করছে যে শ্রীমঙ্গলে ও হয়তো বন্যা হচ্ছে তো আমরা সেই পরিমাণে সারা পাচ্ছি।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাবেক সভাপতি সেলিম আহমেদ জানান, বিগত কয়েক বছর আগে জেলা প্রশাসকের একটা মিটিংয়ে দাবি তুলেছিলেন যে, গোটা মৌলভীবাজার জেলাটাই একটা পর্যটন কেন্দ্র। অনেক দর্শনীয় স্থান আছে, এই পর্যটন কেন্দ্র গুলোকে জেলা ব্রান্ডিং করে কোনো একটা বিজ্ঞাপন টিভিতে বা পত্রিকায় প্রচার করা যায় কিনা। সোজা কথা আমাদের যে পর্যটন কেন্দ্র গুলো আছে এগুলো আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান বলেন, ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পর্যটন স্পটগুলোতে পুলিশ থাকবে। পর্যটকরা যেন ঈদের ছুটি কাটিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন।

শ্রীমঙ্গল ইউএনও আবু তালেব জানান, হোটেল, কটেজ তারা যদি পর্যটন বান্ধব হয় ও সেবার মান বাড়ায় এবং সেটা যদি কস্ট এফেক্টিভ হয়। আর অনেকেই বলে যে হোটেল, রিসোর্ট ব্যবসা হচ্ছে না, ব্যবসা হচ্ছে না এটা আমরা শুনি কিন্তু কোনো হোটেল, রিসোর্ট বন্ধ হতে দেখিনি প্রতিনিয়ত বাড়ছে। তাহলে এটা কেন হয়?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X