মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯

মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ পরবর্তী চিত্র। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ পরবর্তী চিত্র। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার গোয়ালগাঁও গ্রামের স্থানীয় দিলা মিয়ার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হারুন অর রশিদ, রনি, আক্তার, মুক্তার, আনন্দ, হাসিব, শাহিনূর বেগম, রিয়াদ হোসেন ও আক্তার হোসেন। অবস্থার অবনতি হওয়ায় ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউনিয়নে শাহ পরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনছুর আহম্মেদ খান জিন্নাহর সমর্থক হারুন অর রশিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধের জেরে রোববার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় কিছুক্ষণ আগে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন অর রশিদসহ তার সমর্থক রনি (৩৪), আক্তার (৪০), মুক্তার (৪২), আনন্দ(২৫),হাসিব (২২) গুলিবিদ্ধ হয়। হামলার খবর পেয়ে হারুনের চাচী শাহিনূর আক্তার এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। অন্যদিকে শাহ পরান গ্রুপের রিয়াদ ও আক্তার হোসেন নামে দুজন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় আহত হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অভিযোগ করে বলেন, রোববার আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে প্রতিপক্ষ শাহ পরানের নেতৃত্বে অন্তত ২৫-২৬ জন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে তাদের ছয়জন গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শাহ পরান বলেন, ঘটনার সময় তিনি এলাকাতে ছিলেন না। প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি নিশ্চিত নয়। তাদের ঘটনাস্থল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

জামায়াতের ৩ নেতা গেলেন ইসিতে

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

স্বস্তিকার আক্ষেপ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১০

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

১১

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

১২

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৩

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

১৪

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

১৫

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

১৬

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১৭

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

১৮

ভোলায় সড়কে ঝরল ৩ প্রাণ

১৯

একসঙ্গে দিশা-তালবিন্দর

২০
X