ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল ৮টায় সদর উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কে পূর্ব গঙ্গাবর্দি এলাকায় ইজিবাইক প্রাইভেটকার সংঘর্ষে একজন এবং অপরদিকে সকাল ৯টায় ঢাকা খুলনা মহাসড়কে নগরকান্দা উপজেলার চর যশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকার বাস উল্টে আরেকজনের মৃত্য হয়েছে।
নিহতরা হলেন, ইজিবাইকচালক ফরিদপুরের মধুখালী উপজেলার গাড়াখোলা এলাকার উজ্জ্বল দত্ত (৪৫) এবং স্বাধীন পরিবহনের সুপারভাইজার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামের রাজন ব্যাপারী (৪২)।
করিমপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দি এলাকায় প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ইজিবাইকচালক উজ্জ্বল দত্ত। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার চর যশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্বাধীন পরিবহন নামের চলন্ত একটি বাস উল্টে যায়। তাতে বাসের সুপারভাইজার রাজন ব্যাপারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিল।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম কালবেলাকে জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন