মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ট্রেনের ইঞ্জিনে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন।
চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন।

চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বড়তাকিয়া রেলস্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনটি আখাউড়া থেকে চট্টগ্রাম দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ইঞ্জিনের এডজাস্টার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ডাইন লেনে (চট্টগ্রামমুখী) প্রায় সাড়ে ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা আপ লেনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গাড়ির পাটস, ইলেকট্রিক পণ্য নিয়ে ৩১ বগি বিশিষ্ট মালবাহী ট্রেন (কন্টিনার) চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বড়তাকিয়া রেলস্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় ইঞ্জিনের এডজাস্টারে আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনের লোকোমাস্টার মো. শাহাজাহান বলেন, ইঞ্জিনের এডজস্টার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এরপর আমরা ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাস্টারের কাছে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি নিয়ে গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া স্টেশন মাস্টার থেকে খবর পাই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌঁছতে একটু দেরি হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে পাম্পকল বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদ্দৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেন এসে ওই ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে নিয়ে যায়। পরে সকাল ১০টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১০

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১১

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১২

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৩

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৪

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৫

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৬

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৭

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৮

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৯

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X