দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
শাম্মী আহমেদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাঙা। অপরপক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সানজিউল আলম ও অ্যাডভোকেট মো. আসাদুর রহমান।
মন্তব্য করুন