কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ল’ রিপোর্টার্স ফোরামের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

ল’ রিপোর্টার্স ফোরাম।
ল’ রিপোর্টার্স ফোরাম।

আইন, আদালত ও সংবিধান নিয়ে কাজ করা রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২৫ মেয়াদে একটি কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, গঠনতন্ত্র সংক্রান্ত কিছু যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা থেকে বের হয়ে কয়েকজন সদস্য পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করেছেন।

জানা গেছে, শুক্রবার ছিলো আইন আদালত বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরাম’র বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় সংগঠনের গঠনতন্ত্রের একটি ধারার প্রয়োগ নিয়ে বাগবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ল’ বিটে কর্মরত নিয়মিত সদস্যরা এজিএম বর্জন করে পাল্টা কমিটির ঘোষণা দেন।

এজিএম থেকে ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক আজেকর পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফ–উল–আলম ও সাধারণ সম্পাদক ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটির সহসভাপতি পদে হাসান জাবেদ (এনটিভি), যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (যুগান্তর), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক জাকের হোসেন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টি ফোর), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ) বিজয়ী হয়েছেন। এছাড়া এই কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি শামীমা আক্তার (দেশ টিভি), এম এ নাছের (চ্যানেল টোয়েন্টি ফোর) এবং উৎপল রায় (দেশ রুপান্তর) বিজয়ী হয়েছেন।

এদিকে পাল্টা আরেকটি কমিটির সভাপতি ঘোষণা করা হয়েছে চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী।

এ ছাড়া সহসভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন সম্পাদক হিসেবে কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার। এই কমিটির সম্মানিত এক নম্বর সদস্য হিসেবে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সদস্য হিসেবে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম, কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন রয়েছেন বলে এই কমিটির যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ডালিম গণমাধ্যমকে জানিয়েছেন। পাল্টাপাল্টি এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে পরিচালিত সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরামের বিভেদ প্রকাশ্যে এলো।

শুক্রবার সকালে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা আক্তার বার্ষিকী সাধারণ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এবং অপর দুই কমিশনার সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন ও তোফায়েল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে : ট্রাম্প

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

সপ্তাহে দুদিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে পপুলার

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

আড়ং-এ বড় নিয়োগ, এইচএসসি পাসেই পার্টটাইম চাকরির সুযোগ

২৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রাজধানীতে আজ কোথায় কী

১০

স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি : মির্জা ফখরুল

১১

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

২৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস

১৪

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

১৬

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

১৭

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

১৮

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

১৯

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

২০
X