কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নব্য জেএমবির মিডিয়া শাখার একাধিক সক্রিয় সদস্য গ্রেপ্তার 

নব্য জেএমবির মিডিয়া শাখার একাধিক সক্রিয় সদস্য গ্রেপ্তার 

রাজধানীসহ সারা দেশে ধারাবাহিক অভিযান চালিয়ে নব্য জেএমবির মিডিয়া শাখার একাধিক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর একটি অংশ নব্য জেএমবির মিডিয়া শাখার সক্রিয় সদস্য সোয়েব আখতার ওরফে টুটুলকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, গ্রেপ্তারকৃত টুটুল নব্য জেএমবির শীর্ষ নেতা। সে ও তার অপরাপর পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণের উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিল।

এর আগে গত ২২ অক্টোবর রাজধানীর মুগদা থানা এলাকা থেকে নব্য জেএমবির মিডিয়া শাখার সক্রিয় সদস্য মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। আলী নব্য জেএমবির আদর্শ প্রচারের উদ্দেশ্যে অনলাইন প্ল্যাটফর্মে একাধিক গ্রুপ, চ্যানেল ও আইডি পরিচালনা করত। এসকল চ্যানেলের মাধ্যমে সে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসর ভাবাদর্শ প্রচার করত। এ সংক্রান্তে রাজধানীর মুগদা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু হয়।

গ্রেপ্তার আলীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ অক্টোবর পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকা থেকে নব্য জেএমবির সক্রিয় সদস্য মো. সজীব ওরফে যায়েদ ইবনে ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়। সে মোহাম্মদ আলীর সক্রিয় সহযোগী এবং অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট অনুবাদকের দায়িত্বে নিয়োজিত ছিলো।

সজীবকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রংপুর মহানগরীর কোতোয়ালী থানা এলাকা হতে একই গ্রুপের অপর এক সদস্য মুহাম্মদ নাঈম হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে মিডিয়া শাখার কাজে ব্যবহৃত একাধিক ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে এ গ্রুপের আরেক সদস্য হাসিব খান ওরফে বাধনকে গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসিব খানের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে সোয়েব আখতার ওরফে টুটুলকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতদের সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসর ভাবধারা অনুসারী নব্য জেএমবির একাধিক সদস্যের যোগাযোগ রয়েছে। গ্রেপ্তারাসহ তাদের অপরাপর পলাতক সহযোগীরা অনলাইন প্ল্যাটফর্মে ও প্রোটেকটেড টেক্সট অ্যাপসের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে সংগঠনের উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করত।

উল্লেখ্য, এ সংক্রান্তে রাজধানীর মুগদা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তদন্ত চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১০

যমুনার সামনে রাতভর যা যা হলো

১১

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১২

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৩

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৪

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৫

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৬

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১৭

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

আরব সাগরে ভারতের অভিযান, টার্গেটে পাকিস্তান

২০
X