কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল তুরাগ থানার রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে একই দিন রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ডিবি। গত বছরের ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি।
মন্তব্য করুন