কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লটারিতেই একাদশে ভর্তি, আবেদনের তারিখ ঘোষণা

লটারিতেই একাদশে ভর্তি, আবেদনের তারিখ ঘোষণা

সারা দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৬ আগস্ট) এই নীতিমালা প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, এবারও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কলেজ পাবে আবেদনকারীরা। আবেদন শুরু হবে ১০ আগস্ট, চলবে ২০ আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ হবে ৫ অক্টোবর। একাদশে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

নীতিমালায় বলা হয়েছে, আগামী ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি চলবে। শুধু পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ৩১ আগস্ট। পছন্দক্রমও পরিবর্তন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর। এই পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে ৭ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। একই দিনে দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে। এই পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়নের সময় ১৭ ও ১৮ সেপ্টেম্বর।

তৃতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে ২০ ও ২১ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। একই দিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। এই পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়নের সময় ২৪ ও ২৫ সেপ্টেম্বর। ভর্তির সময়সীমা ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

ভর্তিচ্ছুরা কাঙ্ক্ষিত কলেজ পেতে এবারও নির্ভর করবেন লটারি প্রক্রিয়ার ওপর। পছন্দের তালিকা সীমাবদ্ধ থাকবে ৫ থেকে ১০টিতে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার জানান, একজন শিক্ষার্থী অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন ৫টি কলেজ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পারবেন। তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত ফল পাওয়া যাবে।

২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই ভর্তি কার্যক্রমে আবেদন ফি ও সেশন চার্জ আগের মতো থাকলেও বাড়ছে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি ৭ টাকা বাড়িয়ে ৩২৮ টাকা থেকে ৩৩৫ টাকা করা হয়েছে। এর সাথে বিগত বছরগুলোর মতো রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা ও বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি ৩০০ টাকা রাখা হয়েছে। এ ছাড়া ভর্তি ফি, সেশন ফি সব গত বছরের মতোই আছে।

এবারও ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে ২ শতাংশ বরাদ্দ থাকবে পোষ্য কোটা আর বাকি ৫ শতাংশ কোটা পাবে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনিদের জন্য। এবারও লটারি পদ্ধতির বাইরে থাকছে ৪টি মিশনারিজ কলেজ। যাতে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। ৮ অক্টোবর থেকে শুরু হবে পাঠদান।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সবমিলিয়ে অংশগ্রহণকারী ছিলেন ২০ লাখের বেশি। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় ১৭ লাখ শিক্ষার্থী। এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় রয়েছেন তারা।

আরও পড়ুন : ববি ক্যাম্পাসে উত্তেজনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট বউ নিয়ে প্রকাশ্যে মোশাররফ করিম

বিশ্বকে প্রথম ‘ড্রোন যুদ্ধ’ দেখাল ভারত-পাকিস্তান

টাইগারদের বোলিং কোচ অ্যাডামসের বিদায়, নতুন কোচ হচ্ছেন টেইট

আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

দেশেজুড়ে কবে হতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

বিকেলে জুলাই ঐক্য’র জরুরি বৈঠক, আসতে পারে নতুন সিদ্ধান্ত

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা দুর্জয়

চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা

মেসির গোলের পরও মায়ামির বড় পরাজয়

১০

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা 

১১

ছোট ভাইয়ের বাসায় ৪ ঘণ্টা কাটালেন খালেদা জিয়া

১২

পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

১৩

আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব

১৪

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

১৫

খরায় বীজতলা ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক

১৬

নাম্বার ওয়ান বিটিএস

১৭

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কিশোর গ্রেপ্তার 

১৮

আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

১৯

বটগাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

২০
X