কোটা আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ মোড়ে তাদের এই কর্মসূচি পালিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পরিবারসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে দুপুর ১২টার দিকে কোটার বিরুদ্ধে আন্দোলনকারীদের মিছিল শাহবাগ মোড়ে এলে পুলিশের অনুরোধে এই এলাকা ছেড়ে দেন তারা।
জানা যায়, আজ কোটার বিরুদ্ধে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাস্তা অবরোধ করতে যখন কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল শাহবাগের দিকে আসে তখন মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। এ সময় তারা কাছাকাছি এসে পৌঁছালে উভয়পক্ষই উত্তপ্ত স্লোগান দেয়। এমতাবস্থায়, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে মুক্তিযুদ্ধ মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ঘটনাস্থল থেকে সরে যাওয়ার অনুরোধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তারা হাইকোর্টের সামনে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
সংগঠনটির নেতারা বলেন, আমরা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং জাতীয় পতাকার অবমাননা মেনে নেবো না। মুক্তিযোদ্ধাদের অধিকার কোটা বহাল রাখতেই হবে। আমরা এখন হাইকোর্ট মোড়ে চলে যাব। আমরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করব।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, কোটা আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা কটূক্তি করছে তাদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এটাই আজকের কর্মসূচি থেকে আমাদের দাবি।
মন্তব্য করুন