যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব আসরে যবিপ্রবির জহির

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির রায়হান।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির রায়হান।

চীনের চেংডু শহরে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তামান্না আক্তার।

খেলায় অংশগ্রহণ করতে তারা ইতোমধ্যে দেশ ছেড়েছেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

জহির রায়হান যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি আগামী ৩ আগস্ট দুশ মিটার স্প্রিন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতা শেষে আগামী ৮ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশগ্রহণের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে জহির রায়হান বলেন, ‘বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শুধু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) হয়ে না, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি সেজন্য গর্বিত। পাশাপাশি যবিপ্রবি পরিবার ও সিলেক্টর বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যবিপ্রবি তথা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের গৌরব বয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।'

প্রসঙ্গত, এর আগে জহির রায়হান টোকিও অলিম্পিক ২০২০ এ বাংলাদেশের হয়ে চারশ মিটার স্প্রিন্টে প্রতিনিধিত্ব করেছিলেন। এ ছাড়া তিনি ওয়ার্ল্ড ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে অংশ নিয়ে হিটে উত্তীর্ণ হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। জহিরের চারশ মিটার স্প্রিন্টে ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড রয়েছে।

জহির রায়হানের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক অ্যাথলেটিক্স কোচ ও যবিপ্রবির শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ হেল কাফি বলেন, 'বিশ্ব আসরে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ছাপিয়ে যবিপ্রবিকে প্রতিনিধিত্ব করছে তাতে আমরা গর্ববোধ করছি। পাশাপাশি মাননীয় উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্যার কিছুদিন আগে এ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার সুযোগ করে দেন। আশা করি যবিপ্রবির হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে।'

উল্লেখ্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। এই আসরে বাংলাদেশ থেকে একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় অংশগ্রহণ করার সুযোগ পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, পৃথিবীর ইতিহাসে তা বিরল : প্রধান উপদেষ্টা

জকসু নির্বাচন : ২৮ কেন্দ্রের ফলাফলে ছাত্রদল এগিয়ে

কুয়েতে তিন দিনব্যাপী খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার

বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

জামায়াত আমিরকে সাক্ষাতের অনুরোধ করে ভারতের দূতাবাস, ডা. তাহেরের দাবি

সম্প্রীতির বন্ধন গড়তেই শরীয়তপুরে পাঠিয়েছেন তারেক রহমান : মিয়া নুরুদ্দিন অপু

১০

গরু পেলেন পা হারানো সিরাজ / ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

১১

পিএসএলে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

১২

ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

১৩

মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার নারীর বিক্ষোভ

১৪

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

শৈত্যপ্রবাহে অসহায় দুবলার শুঁটকি পল্লীর জেলেরা

১৬

আমাকে কিনতে পারবেন না : ডিসি সারওয়ার

১৭

পদ ফিরে পেলেন যুবদলের তিন নেতা

১৮

তথ্য পাচারের ঘটনায় যবিপ্রবি শিক্ষককে শোকজ

১৯

গানম্যান পায় কারা এবং কেন? আবেদন করবেন যেভাবে

২০
X