রাজধানীর পলাশীতে নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।
আহত ওই শিক্ষার্থীর নাম তাওসিফ মাহির (২২)। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি কাজী নজরুল ইসলাম হলে থাকেন।
আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন সাইফ নামের এক পথচারী। তিনি জানান, বিকেলে নীলক্ষেত থেকে রিকশায় করে বুয়েটে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন ১৮তলা ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।
মন্তব্য করুন