মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সানাল মাদবর নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সানাল মাদবর (৫০) মোজাফফরপুর গ্রামের কদম আলী মাদবরের ছেলে। এই ঘটনায় আহত সানাল মাদবরের ছেলে বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শিবচর বাজারে কেনাকাটা শেষে সানাল মাদবর নিজ বাড়ির দিকে রওনা হলে পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাওলা মোড়লের নেতৃত্বে একদল লোক তার গতিরোধ করে চাপাতি, ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় হাত এবং পায়ে কোপ দিয়ে গুরুতর জখম করে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার কালবেলাকে বলেন, ঘটনাটি শুনেছি। আহতের পক্ষে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন