জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় এবং চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইচ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, রাসুল (সা.)-কে সবাই আল আমিন ডাকত। এটা অর্জন করার চেয়ে আর কী হতে পারে। যদি আমরা রাসুল (সা.)-এর অনুসরণ করি তবে আদর্শ মানুষ হতে পারব। আমি চেষ্টা করি তাকে অনুসরণ করার।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ ইসলাম ধর্মের অনুসারী। এটাকে দূরীভূত করা হয়েছে। বিগত বছর আমরা এইসব অনুষ্ঠান পালন করতে পারিনি। এটা কি গণতন্ত্র হলো? মেজরিটিকে দূরে ঠেলে দিয়ে এটা কেমন গণতন্ত্র। আমরা সকল ধর্মের অনুসরণ করতে চাই; সব সংস্কৃতির চর্চা করতে চাই। আমি চাই সব ধর্মের,মতের সংস্কৃতির চর্চা হোক।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইচ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী ইসলাম ধর্মের অনুসারী। বিশ্ববিদ্যালয়ের খোলা থাকা অবস্থায় ইসলাম ধর্মের যে অনুষ্ঠানটি পালিত হয় তা ঈদে মিলাদুন্নবী। আমি মাননীয় উপাচার্যের কাছে দাবি জানাই আগামীতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ঈদে মিলাদুন্নবী পালনের আয়োজন করা হোক।

এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ২০২৪ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুস্তাফা হাসান।

আলোচনা সভা শেষে কোরআন তেলওয়াত , নাতে রাসুল (সা.) ও উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ১৮ ব্যাচের শিক্ষার্থী মাবরুর বিন মাসউদ, দ্বিতীয় স্থান অধিকার করেন একই ব্যাচের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আকাশ এবং তৃতীয় স্থান অধিকার করেন ১৭ বছরের শিক্ষার্থী মাসুমা আক্তার। নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. রিফাতুল ইসলাম (১৮), দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ রবিউল ইসলাম (১৪) এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন শাহপরান (১৫)ও মো. আশিকুর রহমান আকাশ (১৮)।

উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন নাজমা আক্তার (১৬), দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া তাবাসসুম (১৫)এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন অলিউল্লাহ (১৬)ও ও শাহ আহমদ রেজা (১৭)।

রচনা পত্রিকা প্রথম স্থান অধিকার করেন নাজমুন আক্তার (১৬), দ্বিতীয় স্থান অধিকার করেন আছমাতুল্লাহ (১৬)এবং তৃতীয় স্থান অধিকার করেন মো. রাকিব (১৬)

এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ খতিব সালেহ উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

১০

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

১১

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

১২

আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

১৩

বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

১৪

আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে : রিজভী 

১৫

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

১৬

বিপিএলে পাকিস্তানি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

১৭

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৮

ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

১৯

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

২০
X