ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আ.লীগ চাঁদাবাজদের দল : ড. শফিকুল ইসলাম

বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে নিউমার্কেটের একজন ব্যবসায়ীকেও ৫ হাজার, ১০ হাজার, ১৫ হাজার বা ২০ হাজার টাকা চাঁদা না দিয়ে ব্যবসা করতে দেওয়া হতো না। বাংলাদেশ আওয়ামী লীগ মূলত কোনো দলের নাম নয়, আওয়ামী লীগ চাঁদাবাজদের দল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামী নিউমার্কেট থানা কর্তৃক আয়োজিত ‘সুধী সমাবেশ ও ডকুমেন্টারি প্রদর্শন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক মতাদর্শের পরিবর্তে অস্ত্র-গুলি দিয়ে দেশের মেধাবী ও দক্ষ অফিসারদের হত্যা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করে প্রশাসনকে পঙ্গু করার চেষ্টা করেছিল। এরই প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি তরপর থেকেই গণতান্ত্রিক প্রশাসনকে আওয়ামী লীগের দলীয় ভিত্তিতে তৈরি করা হয়েছিল। ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে আলেমদের হত্যা করে তারা ইসলাম বিদ্বেষী হিসেবে প্রমাণিত হয়েছিল। তখন বাংলাদেশ বুঝতে পেরেছিল আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে বাংলাদেশকে ধর্মহীনতার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান ও ৫ আগস্টের দিন সকাল ১১ টা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও কতিপয় প্রশাসন নিউমার্কেট এলাকার রাস্তাগুলোতে আমাদের ভাইদের ওপর গুলি করে গণহত্যা চালিয়ে গণঅভ্যুত্থান ঠেকাতে চেয়েছিল; কিন্তু করতে পারেনি। এই আওয়ামী লীগ আলেমদের হত্যাকারীর দল। তারা এ দেশকে কারাগারে পরিণত করার দল।

ড. শফিকুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদ ও বীর মুগ্ধের মতো যেভাবে জুলাই ও আগস্টে বুক পেতে দিয়ে দোসরদের মোকাবিলা করেছেন; ঠিক সেভাবেই নতুন স্বাধীন দেশে লুকিয়ে থাকা আওয়ামী-ছাত্রলীগের কারণে হুমকির মধ্যে পড়লে আরেকবার জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ বলেন, জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। আবার দেশে চট করে ঢুকে পড়ার কিছু অডিও ভাইরাল হতে দেখেছি। বাংলাদেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে আপনি ফিরে আসুন, নিজের তৈরি পাতা ফাঁদ ‘আয়না ঘর’ অপেক্ষা করছে। এ দেশের মানুষ আপনাকে আয়নাঘরে ঢুকিয়ে প্রতিশোধ নিবে।

তিনি আরও বলেন, নিউমার্কেট ব্যবসায়ী ভাইদের পাশে জামায়াত ইসলাম ছিল এবং থাকবে। পট পরিবর্তনের পরও জামায়াতের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় নি। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল নীলনকশা ও ষড়যন্ত্র প্রতিহত করব। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে মানুষের সরকার গঠন করার মাধ্যমে চাঁদাবাজি-দুর্নীতিকে চিরতরে কবরস্থ করব, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের বন্ধ্যাত্বের সাধারণ ৬ লক্ষণ, যা জানা জরুরি

পদ্মায় প্রকাশ্যে ইলিশ শিকার, মিলছে হোম ডেলিভারিতে

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে গবেষণায় মাভাবিপ্রবি ৭৪৬তম

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে ঢাবি, আবারও দেশসেরা

বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে

সফল হতে চান? রাতে এই সহজ ৫ কাজ করুন

টাইফয়েড টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন ডা. সায়েদুর

অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে বন্ধ হাসপাতাল, চিকিৎসা নিতে আসা একজনের মৃত্যু

১০

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

১১

বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা

১২

মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

১৩

শিল্পের ক্যানভাসে টিটুর মুনশিয়ানা

১৪

ওএসডি হলেন এনবিআরের বেলাল চৌধুরী

১৫

বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেপ্তার

১৬

সড়কে নেই বাতি, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

১৭

৪৫ বছরেও ওয়ালটনে চাকরি, আবেদন করুন দ্রুত

১৮

কানাডায় প্রতিবেশীর হ্যালোইন ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী

১৯

জালে আটকা কুমিরের ছানা, পরে সুন্দরবনে অবমুক্ত

২০
X