ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি (এমআরএস)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন ম্যাটেরিয়ালবিষয়ক গবেষণায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার হলে এক অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মো. সামি-উল-আলম সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিজ্ঞান, জীববিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ম্যাটেরিয়ালস রিসার্চ-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি বিজ্ঞানের বিভিন্ন শাখার উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা পালন করে চলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমআরএস-এর স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা সহজেই বৈশ্বিক জ্ঞানের জগতে প্রবেশ করতে পারবে এবং নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে এমআরএস-ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

১০

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

১১

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

১২

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

১৩

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

১৫

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

১৬

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

১৭

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

১৮

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১৯

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

২০
X