ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি (এমআরএস)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন ম্যাটেরিয়ালবিষয়ক গবেষণায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার হলে এক অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মো. সামি-উল-আলম সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিজ্ঞান, জীববিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ম্যাটেরিয়ালস রিসার্চ-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি বিজ্ঞানের বিভিন্ন শাখার উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা পালন করে চলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমআরএস-এর স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা সহজেই বৈশ্বিক জ্ঞানের জগতে প্রবেশ করতে পারবে এবং নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে এমআরএস-ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১০

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১১

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১২

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৩

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৪

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৫

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৭

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

২০
X